একদিকে যেখানে পুলিশের মারের বিরুদ্ধে পথে নেমেছেন শিক্ষকরা সেখানে মুর্শিদাবাদের কান্দি শহরে এর ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছে। কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজ দায়িত্বে এক বৃদ্ধার চোখের অস্ত্রোপচার করিয়েছেন। শুধু তাই নয়, তাঁকে মা ডেকে নিজের কোয়ার্টারে থাকার বন্দোবস্তও করে দিয়েছেন। জানা গিয়েছে, রাস্তায় ঘুরে ভিক্ষা করতেন জয়া দাসী রাজবংশী নামের ওই বৃদ্ধা। দুটি চোখেরই দৃষ্টিশক্তি প্রায় ক্ষীণ। তিনি খড়গ্রাম থানার মনসবপুর গ্রামের বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর আর তাঁর সংসারে ঠাঁই হয়নি। বাড়ি থেকে বের করে দেন ছেলেমেয়েরা।
পেটের দায়ে রাস্তায় ঘুরে ভিক্ষে করতেন। কয়েক সপ্তাহ আগে সিভিক ভলেন্টিয়ারের হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন ‘ভিক্ষুক-মা’। তাঁকে এভাবে দেখে আইসি মৃণাল সিনহা তাঁর বিষয়ে খোঁজ খবর নেন। তারপর ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর বাঁ-চোখের অস্ত্রোপচার হয়েছে। এরপর ওই বৃদ্ধাকে আইসি মৃণাল সিনহা নিজের কোয়ার্টারে নিয়ে যান। আগামী দুই মাস পর ওই বৃদ্ধার ডান চোখেরও অস্ত্রোপচার হবে। এরকম ঘটনা নতুন নয়। এর আগে কান্দি থানার আইসি মৃণাল সিনহা থানাতেই এক মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন। মাঝেমধ্যেই কান্দি থানার আইসি-কে এমন মানবিক রূপে অবতীর্ণ হতে দেখা যায়। যদিও তিনি এটিকে নিজের কর্তব্য বলে দাবি করেছেন।