স্ত্রী ও পুত্রকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী

স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। ঘটনার খবর যায় বেলডাঙা থানার পুলিশের কাছে। পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। মৃত স্বামীর নাম সঞ্জীব হালদার। স্ত্রী ও পুত্র যথাক্রমে মৌসুমী হালদার ও ৯ বছরের রায়ান হালদার। মৃতদেহগুলি উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন সঞ্জীব, তা খতিয়ে দেখছে পুলিশ।

সঞ্জীব একজন ডেকোরেটার্স ব্যবসায়ী। সঞ্জীবের মা জানিয়েছেন, বুধবার সকালে সঞ্জীবের ঘরের পাশ থেকে শৌচাগার যাওয়ার সময় দেখেন ঘরের জানালা খোলা রয়েছে। সেই জানালা থেকে তিনি দেখেন সিলিং ফ্যান থেকে ঝুলছে সঞ্জীবের মৃতদেহ। এরপরেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন সঞ্জীবের মা। দেওয়া হয় পুলিশে খবর। এরপরে ঘরের দরজা খুলতেই সঞ্জীবের ঝুলন্ত দেহের সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রী ও পুত্রের দেহ দেখে আঁতকে ওঠেন সঞ্জীবের মা ও প্রতিবেশীরা। অনুমান করাত দিয়ে স্ত্রী ও পুত্রকে কুপিয়ে নিজে আত্মঘাতী হয়েছেন সঞ্জীব।

প্রতিবেশী ও সঞ্জীবের মায়ের দাবি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরেই এমন ঘটনা ঘটিয়েছে সঞ্জীব। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহগুলি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী তদন্তে নামতে পারবে বলে জানিয়েছে পুলিশ।