প্রায় ২৫-৩০ দিন ধরে এলাকায় পড়ে রয়েছে একটি ব্যাগ। ব্যাগে কী রয়েছে তা জানতে কৌতূহলী হলেও ভয়ে এতদিন ব্যাগটি খোলেনি কেউ। ঝড়,বৃষ্টি, রোদের মধ্যেই পড়েছিল ব্যাগটি। মঙ্গলবার হঠাৎ ব্যাগটি খুলতেই ভয়ে চমকে যান এলাকার এক বাসিন্দা। ভিতরে দেখা যায় মানুষের মাথার খুলি ও হাড়। ঘটনাটি ঘটেছে বনগাঁর বনবিবিতলা এলাকায়। ঘটনাটি নিয়ে পুলিশকে জানানো হলে পুলিশ ব্যাগটি উদ্ধার করে ব্যাগে থাকা হাড় ও মাথার খুলিগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মঙ্গলবার স্থানীয় এলাকার এক বাসিন্দা কৃষক প্রদ্যুৎ মণ্ডল কৌতূহলবশত ব্যাগের চেনটি খোলেন। তারপরেই চমকে যান তিনি। ব্যাগের ভিতরে দেখা যায় মানুষের মাথার খুলি সহ একাধিক হাড়। এই দৃশ্য দেখতেই চিৎকার করে আশপাশ থেকে এলাকার বাসিন্দাদের ডাকেন তিনি। স্থানীয়রা লক্ষ্য করেন, হাড়গুলোতে লাল রঙের কালি দিয়ে কিছু লেখা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। হাড়গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুরজিৎ দাস। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।