এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মৌসুমি বাউরি (২১)। বাড়ি রঘুনাথপুর থানার বাবুগ্রাম গ্রামে। সূত্রের খবর, বছর খানেক আগে ওই বধূর বিয়ে হয়েছিল। সোমবার সকালে তাঁকে ডাকাডাকি করে সাড়া পাননি পরিবারের সদস্যরা। এরপর ঘরের মধ্যেই ওই বধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে ঘটনায় এদিন সন্ধ্যে পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।