মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

প্রতীকী ছবি

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার গুমায়। পরিবারের অভিযোগ, এলাকার এক যুবক দীর্ঘদিন ধরে প্রেম প্রস্তাব দিত কিশোরীকে। রাস্তায় দেখা হলে কটূক্তি করত বলেও অভিযোগ। সূত্রের খবর, সোমবার পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ আটকে ওই কিশোরীকে ফের উত্ত্যক্ত করে যুবক। ফিরে এসে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চলতে থাকা মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছে সে। মৃত কিশোরীর পরিবার সূত্রে খবর, সোমবার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় আবারও রাস্তা আটকে তাকে কটূক্তি করে যুবক। তারপর বাড়ি ফিরে কারও সঙ্গে কোনও কথা না বলেই নিজেকে ঘরবন্দি করে সে। রাতে বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় কিশোরীর ঝুলন্ত দেহ।