এগরায় স্বর্ণ ব্যবসায়ীর আর্থিক প্রতারণায় হুলস্থুল

প্রতিনিধিত্বমূলক চিত্র

পূর্ব মেদিনীপুরের এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গত চার বছর ধরে এলাকার মানুষের বিশ্বাস অর্জন করে এই বিপুল প্রতারণা করেছেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সাত্তার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী জেড়থানের একটি ভাড়ার দোকানেই দীর্ঘদিন ধরে স্বর্ণালংকার তৈরির কাজ করতেন। এলাকার বহু মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তিনি তাঁদের পুরোনো সোনা নিয়ে নতুন গয়না বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। পাশাপাশি নগদ টাকা অগ্রিম নেওয়ার নাম করে ধাপে ধাপে কয়েক কোটি টাকার সোনা ও অর্থ সংগ্রহ করেন।

গত পরশু সন্ধ্যার পর থেকে অভিযুক্তের দোকান বন্ধ দেখেন স্থানীয়রা। এরপরই তাঁরা বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। অভিযোগ উঠেছে, কয়েক কোটি টাকার সোনা ও টাকা নিয়ে শেখ সাত্তার গা-ঢাকা দিয়েছেন।


জানা গিয়েছে, তাঁর আধার কার্ডে হুগলি জেলার ভগবতীপুরের ঠিকানা রয়েছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, তিনি আসলে বাংলাদেশি নাগরিক হতে পারেন এবং পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে আর্থিক প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন। এই সম্ভাবনায় এলাকায় আরও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই ঘটনায় দিশাহারা বহু পরিবার, যাঁরা তাঁদের সঞ্চিত সোনা ও টাকা হারিয়ে ভেঙে পড়েছেন। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশি চালানো হচ্ছে।