বারুইপুরে খেলার মাঠের পাশের জঙ্গল থেকে তিনটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বারুইপুর পশ্চিম বিধানসভার শঙ্করপুর-১ গ্রাম পঞ্চায়েতের মিরপুর এলাকার রবিবার দুপুরে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এদিন দুপুরে মিরপুর এলাকার একটি মাঠের লোকজন ভিড় জমান। এলাকায় খবর ছড়িয়ে পড়ে, মাঠ সংলগ্ন জঙ্গল থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এসে তিনটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের আশঙ্কা, ওই মাঠে নিয়মিত বহু মানুষ যাতায়াত করেন। বাচ্চারা প্রতিদিন সেখানে খেলাধুলা করে। এই আবহে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারত। পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমাগুলি যেভাবে ঝোপের আড়ালে রাখা ছিল, তাতে বোঝা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে সেগুলি লুকিয়ে রাখা হয়েছিল। কারা, কী উদ্দেশে এই বোমাগুলি সেখানে রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় অচেনা মানুষ যাতায়াত করছে। তাঁরা কারা তা তদন্ত করে দেখছে পুলিশ।