উর্দি পরলে আজও শিহরণ জাগে! যুদ্ধের ময়দানে যেতে রাজি কার্গিলের প্রাক্তন সৈনিক নদিয়ার রঞ্জিত কুমার সরকার। দেশের প্রয়োজন পড়লে আজও উর্দি পড়ে ছুটে যাব যুদ্ধের ময়দানে, পহেলগাম হামলার পরে ভারত-পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে এমনটাই জানালেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা প্রাক্তন সেনাপ্রধান রঞ্জিত কুমার সরকার।
কর্তব্যরত অবস্থায় রঞ্জিতবাবু শামিল হয়েছিলেন কার্গিল ও শ্রীলঙ্কার যুদ্ধে। এরপর ২০০৮ সালে অবসর গ্রহণ করেন ও পেনশনভুক্ত হন। রঞ্জিতবাবু জানান, ভারত সরকার অপারেশনের নাম সিঁদুর রেখে খুবই ভালো করেছেন। ভারতবর্ষের এতগুলো নারীর সিঁদুর যারা কেড়ে নিল, তাদের উচিত শিক্ষা পাওয়া দরকার ছিল। আমি এই পোশাকটাকে শ্রদ্ধা করি, সম্মান করি। যদি এখনও প্রয়োজন পড়ে আমাকে, আমি এই পোশাক পরেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কর্তব্যরত অবস্থায় এর আগে আমি শ্রীলঙ্কা ও কার্গিলের যুদ্ধে সামিল হয়েছিলাম। প্রয়োজনে আবারও উপস্থিত হব যুদ্ধের ময়দানে। রঞ্জিতবাবুর আজও দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে গর্বিত পরিবার ও প্রতিবেশীরা।