দলবিরোধী কাজের অভিযোগ, উপপ্রধান সহ পাঁচজনকে বহিষ্কার

প্রতিনিধিত্বমূলক চিত্র

দলের বিরুদ্ধে গিয়ে কাজ করার অভিযোগে তৃণমূল কংগ্রেস এক পঞ্চায়েত উপ প্রধানকে বহিষ্কার করা হলো। দলীয় সূত্রে ওই খবর পাওয়া গেছে। একই সঙ্গে আরও পাঁচ জন দলীয় কর্মীদের বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় কর্মী ও উপ প্রধানকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার। যদিও উপ প্রধান জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কোনো কিছুই জানেন না।

উপপ্রধান জয়দেব ব্যানার্জি দীর্ঘ দিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে যুক্ত। সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার। অভিযোগ দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করা হচ্ছে সমাজ মাধ্যমে। এর জন্য ব্লক কমিটির সিদ্ধান্ত মতো তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। উপপ্রধান ছাড়াও ওই তালিকায় আছেন তুষার সামন্ত, অম্বিকা দাস, জরু আলম, সব্যসাচী চৌধুরী ও লব কুমার দাস। জানা গেছে উপপ্রধান জয়দেব মুখার্জি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। এদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই জয়দেব ব্যানার্জি বলেন, আমি এ ব্যাপারে কোনও কিছুই জানি না। আমার বিরুদ্ধে কেন তিনি বিভিন্ন অভিযোগ তুলছেন সেটাও বুঝতে পারছি না। তবে যা বলার দলের কাছেই মুখ খুলবো।