সোমবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কে গ্যাসভর্তি একটি ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। সকাল ৮টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে (মুম্বই রোড) জোড়া কলতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, কলকাতাগামী একটি ট্রাক আচমকা গ্যাস ট্যাঙ্কারের চালকের কেবিনে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে সঙ্গে সঙ্গে কেবিনে আগুন ধরে যায়। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে চালক দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে আসেন, যার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ তৎক্ষণাৎ ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়, যার ফলে জাতীয় সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজট। এই যানজটের জেরে ভোগান্তিতে পড়েন বহু নিত্যযাত্রী ও কর্মরত মানুষজন। দমকল বিভাগ সূত্রে জানানো হয়েছে, আগুন যদি কেবিন থেকে ট্যাঙ্কারে ছড়িয়ে পড়ত, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।