নতুন এসি বসানোর ২৪ ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড! মঙ্গলবার সকালে আগুন-আতঙ্ক ছড়াল মালদহ জেলা পরিষদ ভবনে। তৃতীয় তলার একটি ঘর থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে বহু মূল্যবান নথি পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালদহ জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত বলেন, ‘সকালে ফোন পেয়েই আমি ঘটনাস্থলে আসি। মনে হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েযে, সেটা এখনই বলতে পারব না।’
দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। যদিও তদন্ত এখনও চলছে। আগুন লাগে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে, মূলত তৃতীয় ও চতুর্থ তলায়। জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত, দমকল আধিকারিক তীর্থঙ্কর দাস সহ প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত না হলেও একাধিক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে থাকতে পারে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সোমবারই ভবনের তৃতীয় তলায় একটি নতুন এসি মেশিন বসানো হয়েছিল। ইনস্টলেশনের পর থেকেই সেটি ঘন ঘন ত্রুটি দেখাচ্ছিল বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্তা।
সমস্যার কথা জানানো হয়েছিল সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকেও। প্রাথমিকভাবে অনুমান, সেই এসি থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে। উল্লেখ্য, জেলা পরিষদ ভবনের দুই পাশে রয়েছে ইংলিশ বাজার পৌরসভা ও মালদহ জেলা আদালত। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন ও দমকল বিভাগ। পরিস্থিতি নিয়ে সতর্ক জেলা প্রশাসনও।