ম্যাট্রিমনি সাইটে আর্থিক প্রতারণার অভিযোগ। আত্মপরিচয় গোপন রেখে এক বিত্তশালী ব্যবসায়ী সেজে ৪৪ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রতারণার অভিযোগ পেয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল প্রতারণা চক্রের মূলচক্রী জামির আব্বাসকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মন্দারমণির এক রিসর্ট থেকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খানাকুলের বাসিন্দা জামির অনলাইনে অনুপম রায় নামে ভুয়ো পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ধীরে ধীরে বিয়ের প্রস্তাব দিয়ে তরুণী ও তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। এরপর ব্যবসায়িক সমস্যার অজুহাতে একাধিকবার বিরাট অঙ্কের টাকা দাবি করতে থাকেন জামির। এইভাবে ধাপে ধাপে মোট ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেন ধৃত সেই যুবক।
অভিযোগকারী তরুণী জানান, টাকা পাওয়ার পর অভিযুক্ত হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় এবং নিজের প্রোফাইল সাইট থেকে মুছে ফেলে। এরপরেই ৬ মে হুগলির সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ আগে গ্রেপ্তার করে জামিরের দুই সহযোগী তথা ঝাড়খণ্ডের অভিষেক রায় এবং হুগলির জাহির আব্বাসকে। তাঁদের জেরা করেই পুলিশের হাতে আসে মূল অভিযুক্তের হদিশ। বুধবার রাতে মন্দারমণি রিসর্ট থেকে গ্রেপ্তার করা হয় জামির আব্বাসকে।
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার জানান, জামির আব্বাস বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক তরুণীকে প্রতারণা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।