প্রবীণ দম্পতির ওপর প্রাণঘাতী হামলা, দুই দুষ্কৃতী গ্রেপ্তার

প্রতীকী ছবি

এক বৃদ্ধ দম্পতির ওপর প্রাণঘাতী হামলা চালানোর ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুজহাটি এলাকায়। বৃদ্ধার মৃত্যু হয় ওই ঘটনায়। তাঁর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার রাতেই দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার তাঁদের আদালতে তুলে পুলিশি হেফাজত চাওয়া হয়।

বৃহস্পতিবার ওই দম্পতির উপর হামলা চলে। ওই হামলায় বৃদ্ধা মীরা সরকারের মৃত্যু হয়। মৃতার স্বামী নীলাদ্রি সরকার বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবারই জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে। মাত্র ৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ পরিকল্পনা করে খুন করার চেষ্টা করা হয়েছিল ওই বৃদ্ধ দম্পতিকে। স্বামীকে মারতে না পারলেও স্ত্রী মীরা সরকারকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর মৃতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানায় একটি খুনের মামলা রুজু করা হয়।

এসডিপিও সদর সাউথ-এর নেতৃত্বে, জামালপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। মাত্র ৮ ঘণ্টার মধ্যেই পুলিশের একটি দল বীরভূম জেলার মল্লারপুর থানা এলাকা থেকে একজন অভিযুক্তকে এবং অপর একটি দল জামালপুর থানা এলাকা থেকেই আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্তই তাদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে নেয় বলে পুলিশ জানিয়েছে।