ধার শোধ না করতে পারায় অত্যাচারে বাড়িছাড়া পরিবার

প্রতীকী ছবি

ব্যবসা করার জন্য নিয়েছিলেন ঋণ। ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার ফলে মেটাতে পারেননি ঋণ। প্রতিবেশীদের কাছ থেকে সুদে টাকা ধার করেছিলেন এক মহিলা। ঋণ না মেটানোর দায়ে মহিলার উপর প্রতিবেশীরা শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের রংমহল এলাকায়।

নির্যাতিত মহিলার দাবি, ব্যবসা করার জন্য প্রতিবেশীদের কাছ থেকে সুদে টাকা ধার করেছিলেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর অল্প অল্প করে সুদের টাকা ফেরত দিচ্ছিলেন। তারপর সেই টাকাটুকুও শোধ করতে না পারায় শুরু হয় চাপ। অভিযোগ, তাঁকে কিডনি বিক্রি করার জন্যেও চাপ দেওয়া হয়। মহিলার দাবি, এরপরে প্রতিবেশীদের চাপে স্বামী-সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হন তিনি। এরপরে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। কিন্তু সেখানেও প্রতিবেশীরা এসে হামলা করেন তাঁর বাড়িতে।