২ দিন আগেই ছিল বিশ্ব মাদকবিরোধী দিবস। এরই মধ্যে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করলো নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ, যা এক বিরাট সাফল্য। উদ্ধার করা হয়েছে আনুমানিক ৬ কোটি টাকার নিষিদ্ধ মাদক হেরোইন। গ্রেপ্তার করা হয়েছে ২ যুবককে।
পুলিশ সূত্রে খবর, পুলিশের কাছে মাদক পাচারের খবর এসেছিল। এরপরই তল্লাশি চালায় পুলিশ। শুক্রবার গভীর রাতে পোতারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তদন্তকারীরা সেখানে গিয়ে দুই যুবককে জিজ্ঞাসবাস শুরু করেন। তাঁদের উত্তরে অসঙ্গতি বুঝে তল্লাশি নেওয়া হয় তাঁদের। উদ্ধার করা হয় ২ ব্যাগ হেরোইন। তারপরই পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সিরাজুল শেখ ও আব্দুল্লাহ শেখ, বাড়ি বড়নলদহ এলাকায়। পুলিশের অনুমান, এই হেরোইন কোথাও পাচার করার পরিকল্পনা ছিল তাঁদের। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়।
এই মাদক পাচারের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত করছে পুলিশ। সম্প্রতি ওই এলাকায় আরও ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এক ব্যক্তিকে। তাঁকে জেরা করার সময় এই সিরাজুল শেখের নামের উল্লেখ করেন তিনি। সেই পাচারের সঙ্গেও সিরাজুলের হাত ছিল বলে অনুমান করছে পুলিশ।