আন্তর্জাতিক মাদক পাচারচক্রের হদিশ মিলল আলিপুরদুয়ারে। ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ থেকে পুলিশের জালে ধরা পড়লেন মাদকচক্রের তিন সদস্য। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভুটানি ও ভারতীয় মুদ্রা, মোটরবাইক, স্কুটি এবং মোবাইল ফোন। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম সুশান্ত তামাং, সাবিনা খাতুন ও অমিত থাপা। গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁর একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ভুটানি মুদ্রা ও ৫০ হাজার টাকা ভারতীয় মুদ্রা। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক ও একাধিক মোবাইল ফোন।
পুলিশ আরও জানিয়েছে, ধৃত সুশান্ত তামাং আগে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিলেন। তদন্তে উঠে এসেছে, সুমন তামাং ওরফে ‘পাতাং’ নামের এক ব্যক্তি এই চক্রের মূল মাথা। দীর্ঘদিন ধরেই তিনি জয়গাঁ অঞ্চলে বেআইনি মাদক ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। বুধবার রাতে তাঁর বাড়িতে অভিযানের সময় তিনি পালিয়ে যান। বর্তমানে তাঁর খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জয়গাঁ থানার ওসি পালজার ভুটিয়া বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়েই আমরা অভিযান চালাই। সুমন তামাং নামে এক যুবক দীর্ঘদিন ধরে বেআইনি ড্রাগসের ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর তিন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক। তাঁকে খুঁজে বের করতে তদন্ত চলছে।’ এই ঘটনার পর সীমান্ত এলাকায় মাদকচক্র নিয়ে উদ্বেগ বেড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা চক্রকে ধরা এবং এই পাচার রোধে তৎপর রয়েছে তারা।