ফের হাওড়ায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে হাওড়া-আন্দুল রোডের হাঁসখালি পোলের কাছে একটি স্পঞ্জ কারখানায় আচমকা আগুন লেগে যায়। কারখানার ভিতরে অনেক দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এর আগে বুধবার রাতে গদাধর মিস্ত্রি লেনের একটি বাড়িতে আগুন লেগেছিল।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আচমকা ওই কারখানার থেকে কালোও ধোঁয়া বের হতে দেখা যায়। এলাকার বাসিন্দারা দমকলে খবর দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। আশপাশের এলাকা খালি করে দেয় পুলিশ-প্রশাসন। প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।