জামুরিয়ায় কাপড়ের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড

প্রতীকী চিত্র।

জামুরিয়া বাজারে কাপড়ের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগার ঘটনা লক্ষ্য করেন স্থানীয় এলাকার বাসিন্দারা। তাঁরা প্রাথমিকভাবে আশপাশের জলাশয় ও পানীয় জলের কলের ট্যাপ থেকে জল নিয়ে এবং ধুলোবালি দিয়ে আগুন নেভাতে সচেষ্ট হন। তবে আগুনের লেলিহান শিখা মুহূর্তের দাউ দাউ করে জ্বলতে থাকে। কীভাবে, কী কারণে আগুন লাগল, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েক দফায় জামুরিয়ায় ফায়ার ব্রিগেড অফিস করার দাবি তুলেছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী মহল সকলেই। সে বিষয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু এখনও ফায়ার ব্রিগেড তৈরির জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তারই মধ্যে ফের আগুন লাগায় ক্ষতির মুখে পড় লেন ব্যবসায়ীরা।