মানিকচক বোমা বিস্ফোরণ মামলায় ২ জনকে বেকসুর খালাস আদালতের

মালদহের মানিকচকে বোমা বিস্ফোরণের মামলায় আদালত দুই অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে। আদালতের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ না পাওয়ায় দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। সিদ্ধার্থ মণ্ডল ও প্রভাকর মণ্ডল নামের ২ ব্যক্তিকে বেকসুর খালাস করেছে আদালত। মামলার তদন্তের দায়ভার ছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর উপর। তদন্তকারী সংস্থা উপযুক্ত প্রমাণ আদালতকে না দিতে পারায় এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। কলকাতা নগর দায়রা আদালতের বিচারপতি শুভেন্দু সাহার এজলাসে মামলাটি ওঠে। বিচারপতির তরফে অভিযুক্তদের খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ জানুয়ারি মালদহের মানিচকের এক আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে জখম হন দুজন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৬ টি গুলতি বোমা। এরপর ঘটনাটি নিয়ে তদন্তের দায়ভার যায় সিআইডির হাতে। তদন্ত শুরু করে আহত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পরে তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারে না পুলিশ। এরপরেই মামলার তদন্তভার চলে যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। এরপরে তদন্তকারীরা ভুতনি চর এলাকার বাসিন্দা সিদ্ধার্থ ও প্রভাকরকে গ্রেপ্তার করে। কিন্তু তাঁদের বিরুদ্ধেও কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি তদন্তকারী আধিকারিকরা। এরপরেই কলকাতা নগর দায়রা আদালতে মামলার শুনানিতে সাক্ষ্যপ্রমাণ না থাকার দরুন দুজনকে বেকসুর খালাস করে দেয় আদালত।