ফের গয়েশপুরের পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাউন্সিলরদের

ফের নদিয়ার গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন পৌরসভার ১০ জন কাউন্সিলর। পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, বিওসির অনুমোদন নেই, টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই চলছে ২ কোটি টাকার বেশি ব্যয়ে রাস্তার কাজ। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পৌরপ্রধানের।

তৃণমূল কংগ্রেস পরিচালিত গয়েশপুর পৌরসভা। এর আগে ৪ কোটি টাকার বেশি টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে। অভিযোগ এনেছিলেন দলের কাউন্সিলররাই। এমনকি এই পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিলেন কাউন্সিলর। ফের পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করলেন ১০ জন কাউন্সিলর।

গয়েশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাল অভিযোগ করে বলেন, ‘পৌরসভায় কোন মিটিং ডাকছেন না পৌরপ্রধান। টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছে। ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ হচ্ছে কোটি কোটি টাকার। এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগ ও তোলেন তিনি।’ গয়েশপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মরণকুমার দে বলেন, ‘গয়েশপুরে টেন্ডার ছাড়াই, টেন্ডারের প্রক্রিয়া শেষ হওয়ার আগে থেকেই প্রায় ২ কোটি ২ লাখ টাকার অধিক রাস্তার কাজ শুরু করে দিয়েছেন পৌরপিতা সুকান্ত চ্যাটার্জি।’


যদিও এই অভিযোগ অস্বীকার করে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া চলছে ঠিকই। কিন্তু বিওসিতে বিষয়টি রয়েছে। যে রাস্তাটির কাজ চলছে,সেটি ভগ্নপ্রায় ছিল। মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল। স্থানীয়দের বহু অভিযোগ ছিল। তাই জরুরিভিত্তিতে তড়িঘড়ি রাস্তার কাজ শুরু করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘স্থানীয় ঠিকাদারদের দিয়ে কাজটি করানো হচ্ছে।’

বারংবার গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের কাউন্সিলররা। কিন্তু কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত দল নেয়নি। এমনকি দলের উচ্চ নেতৃত্বের কাছেও পৌরপ্রধানের বিরুদ্ধে ১০ জন কাউন্সিলর লিখিত অভিযোগ জানিয়েছেন বলে বিক্ষুব্ধ কাউন্সিলররা জানান।