চাকরিচ্যুত হতেই আত্মহত্যার চেষ্টা এক প্ৰাক্তন শিক্ষিকার

ফাইল চিত্র

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যেতেই আত্মহত্যার চেষ্টা ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের শিক্ষিকা রুম্পা সিংয়ের। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। আত্মাহত্যার চেষ্টা করার আগে তিনি একটি পত্র লেখে। সেই পত্রে বেশ কয়েকজনের নাম রয়েছে, তাঁরা সকলেই পাওনাদার বলে দাবি পরিবারের।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। অভিযোগ, সেই খবর সামনে আসতেই শিক্ষিকার বাড়িতে চড়াও হন পাওনাদাররা। শিক্ষিকা তাঁদের কাছে সময় চাইলে তাতে রাজি হন না পাওনাদাররা। পরিবার সূত্রে দাবি, তাঁদের অভাব্য আচরণের পরেই আত্মাহত্যার চেষ্টা করলেন শিক্ষিকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশি করে ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন শিক্ষিকা। ২০১৬ সালের এসএসসিতে চাকরি পেয়েছেন তিনি। তবে পুরো প্যানেল বাতিল হতেই তাঁর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। অপমান এবং চাকরি হারানোর চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।