ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল চিৎপুর যাত্রাদলের একটি বাস। দুর্গাপুর থেকে ঝাড়গ্রামের নয়াগ্রামে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে এই দুর্ঘটনা ঘটে। শনিবার রাতে দুর্গাপুরে শো শেষ করে রওনা দেওয়ার পর রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ শালবনির গোদাপিয়াশাল এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩৫ থেকে ৩৬ জন যাত্রী ছিলেন।
এই দুর্ঘটনায় মোট নয় জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে যাত্রাদলের কয়েকজন সদস্যের দাবি, বাসটির ব্রেক ফেল হওয়ায় প্রথমে একটি শাল গাছে এবং পরে আরেকটি শক্ত গাছে ধাক্কা লাগে। দ্বিতীয় গাছটি মজবুত হওয়ায় বাসটি উল্টে যায়নি, ফলে বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে। পুলিশ গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।