জমিজমা নিয়ে বিবাদ, উস্তিকে দাদাকে হত্যা ভাইয়ের

জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে দাদাকে খুন করল ভাই। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আনোয়ার হোসেন লস্কর। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে পরিবারের চার জনকে আটক করে উস্তি থানার পুলিশ। এর পর রবিবার সকালে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।

দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আনোয়ার হোসেন লস্কর ও তাঁর তুতোভাই ইসমাইল লস্করের মধ্যে ঝামেলা চলছিল। শনিবার বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। সেই সময় আচমকা ইসমাইল লস্কর ধারালো ছুরি দিয়ে আনোয়ারের পেটে ও কাঁধে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ। মাথায় ইটের ঘা মারে বলেও মৃতের পরিবারের দাবি। আনোয়ারের স্ত্রী তাসমিরা বিবি বলেন, ‘আমার স্বামীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। যারা করেছে, আমি তাদের শাস্তি চাই।’

রগুরুতর জখম অবস্থায় পরিবারের লোকেরা আনোয়ারকে প্রথমে বাণেশ্বরপুর ব্লক হাসপাতালে ভর্তি করান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এলাকায় রয়েছে বিশাল পুলিশবাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আনোয়ারের ছোটো কাকা বলেন, ‘দুদিন আগেই আনোয়ারকে অভিযুক্তরা রাস্তায় মেরেছিল। জমি নিয়ে অনেকদিন ধরেই বিবাদ চলছিল। আমরা মীমাংসায় বসার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ইসমাইল লস্কর কোনও মীমাংসায় বসতে রাজি হয়নি।’ স্থানীয় পঞ্চায়েত সদস্য মইনুল হালদার বলেন, ‘আনোয়ার খুব ভালো ছেলে ছিল। ওদের পরিবারের পাড়ায় সুনাম রয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশকে সব রকম সহযোগিতা করা হবে।’