তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ

প্রতিনিধিত্বমূলক চিত্র

পুজোর আগে দিনহাটার তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে দিনহাটার ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

মঙ্গলবার গভীর রাতে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কোহিনূর খাতুন বিবি ও ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয়। রাত ২ টো নাগাদ বিস্ফোরণটি হয়। শব্দ শুনতে পেয়ে মিন্টু বাড়ির বাইরে বেরিয়ে আসলে দেখেন, তাঁর বাড়ির সামনেই বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে। ঘটনার পর সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে তদন্ত শুরু করে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে। ঘটনাস্থল থেকে একটি বোমাও উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এর পাশাপাশি অন্য একটি বিস্ফোরণ হয়েছে সাহেবগঞ্জ বাজার ও নতুন বিডিও অফিসের সামনে। পর পর এই বিস্ফোরণের ফলে আতঙ্কিত সাহেবগঞ্জের বাসিন্দারা। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে।