ডোমজুড়ে যুবকের দেহ উদ্ধার

এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমজুড়ে। মৃতের নাম কালু মাঝি (৩২)। তিনি সলপ বটতলা এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা কালুকে একটি মন্দিরের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিভিন্ন দোকান এবং কারখানায় কালু ছোটোখাটো কাজ করতেন কালু মাঝি। ডোমজুড়ের সলপ বটতলায় রাস্তার ধারে থাকা একটি মন্দিরে মাঝেমধ্যে ঘুমোতেন তিনি। শুক্রবার রাত ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই মন্দিরের চাতালে কালুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরা ডোমজুড় থানায় খবর দেন। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী ছুটে আসে।