রবিবার সকালে একটি গাছ থেকে অজ্ঞাতপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুড়ে। ঘটনাস্থল শলপ এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে, যা ডোমজুড় থানার পুলিশের অস্থায়ী ক্যাম্প থেকে মাত্র ৫০ মিটার দূরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে এলাকার বাসিন্দারা একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ডোমজুড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এলাকাবাসীর দাবি, মৃত ব্যক্তি স্থানীয় নন। তাঁদের অনুমান, তিনি কোনও ট্রাকচালক বা খালাসি হতে পারেন, যিনি বাইরে থেকে এসেছিলেন। তবে তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে।
এটি আত্মহত্যা, না কি অন্যত্র খুন করে দেহ এখানে এনে ঝুলিয়ে রাখা হয়েছে – তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার আধিকারিকরা। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দ্রুত মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চালাচ্ছে।