১৫ দিন ধরে বাড়িতে রাখা দেহ, মালদহকাণ্ডে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

ফাইল চিত্র

খুনের অভিযোগ তুলে মৃত ছেলের দেহ সৎকার না করে ফ্রিজারে রেখে দিয়েছে পরিবারের সদস্যরা। এবার সেই দেহ উদ্ধার করে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যে মানিকচক থানার তদন্তকারী অফিসার ছাত্রের দেহ কল্যাণী এমসে নিয়ে যাবেন। সেই  ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রথম রিপোর্টের থেকে ভিন্ন হলে তা তদন্তকারী অফিসারকে জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২ জুলাই রাতে মালদহের মানিকচকের একটি মিশনারি স্কুলের হস্টেল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধার হয়। তার নাম শ্রীকান্ত মণ্ডল। শ্রীকান্ত আত্মহত্যা করেছে বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ছেলের আত্মহত্যার তত্ত্ব মানতে চাননি পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, শ্রীকান্তের উপর অত্যাচার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কেউ এই ঘটনায় দায়ী।