আগ্নেয়াস্ত্র ও ১টি কার্তুজসহ গ্রেপ্তার বিহারের এক বাসিন্দা। ধৃতের নাম, মহম্মদ কাইফ। বয়স ১৮ বছর। কী কারণে ধৃত নদিয়ায় এসেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, নদিয়ার গয়েশপুরের সগুনা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, নদিয়ার চাকদহ থানার অন্তর্গত জঙ্গলগ্রাম এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করত কাইফ। বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, একজন যুবক সগুনার শান্তিনগর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এরপর গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ শান্তিনগর এলাকা থেকে কাইফকে গ্রেপ্তার করে।
ধৃতের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, কাইফ বিহারের বাসিন্দা। কোথা থেকে আগ্নেয়াস্ত্র সে পেল? কী কারণে কাইফ শান্তিনগর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কাউকে খুনের উদ্দেশ্যে ছিল কিনা, সেটাও জানার চেষ্টা করছে পুলিশ।