তুফানগঞ্জে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ

বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। কোচবিহার জেলার তুফানগঞ্জের ঘটনা। গেরুয়া শিবিরের দাবি, চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের দেওচরাই ও নতুন বাজার এলাকায় বিজেপির দু’টি পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। সোমবার রাতে বাইকে করে দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায় বলে অভিযোগ। দলীয় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে পার্টি অফিসে তাণ্ডব চালানো হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের সঙ্গে নেই। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হামলার ঘটনা ঘটেছে।

নাটাবাড়ি বিধানসভার বিজেপি-৩ মণ্ডল সভাপতি চিরঞ্জিৎ দাসের বক্তব্য, ‘দিনের বেলায় সংঘর্ষের পর রাতে আমাদের দুটি পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। পুলিশ দেখেও কিছু করছে না।’ চিলাখানা-২ তৃণমূলের যুব সভাপতি সুমন রহমান বললেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি নিজেরাই নাটক সাজিয়ে রাজনৈতিক সহানুভূতি পেতে চাইছে। বিজেপির পায়ের নীচে কোনও মাটি নেই। তাই নিজেদের মধ্যে ঝামেলা করে এখন তৃণমূলের নাম জড়ানোর চেষ্টা করছে। এসব বিজেপির গোষ্ঠীকোন্দল। তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়।’ বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে দুটি এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় দুই এলাকায় মোতায়েন রয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ।