মহালয়ার দিন বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম জিৎ বল। বয়স ২১ বছর। বাড়ি নদিয়ার কল্যাণীর গয়েশপুরের কাঁটাগঞ্জ এলাকায়। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের শহীদ পল্লী ঘাটে। পুলিশ সূত্রে খবর, মহালয়ার দিন শহীদ পল্লী গঙ্গার ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসেছিল জিৎ।
স্নান করার সময় গঙ্গায় তলিয়ে যায় সে। এরপর গঙ্গার ঘাটে আসা লোকজনের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় তল্লাশি। তল্লাশির কিছুক্ষণ পর জিৎকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে জিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে, ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন জিৎ-য়ের পরিবার। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।