রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন জায়গায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান। উদ্ধার প্রায় ৬৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ শব্দবাজি বন্ধ করতেই পুলিশের এই অভিযান। হরিণঘাটার বড়জাগুলি এলাকায় হানা দিয়ে হরিণঘাটা থানার পুলিশ নারায়ণ দেবনাথ নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে পুলিশ প্রায় ৩৫ কেজি শব্দবাজি উদ্ধার করে।
পুলিশ সূত্রে আরও খবর, গাংনাপুরের বিবেকানন্দপল্লী এলাকায় হানা দেয় গাংনাপুর থানার পুলিশ। ওই এলাকা থেকে পুলিশ অভিজিৎ বিশ্বাস নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে প্রায় ৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ।
নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে হানা দেয় কল্যাণী থানার পুলিশও। কল্যাণীর মাঝেরচর এলাকার শহিদ পল্লী এলাকা থেকে অরবিলাশ গাইন নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।