বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ, গ্রেপ্তার ৩ বাংলাদেশি

প্রতীকী চিত্র

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ। সোমবার গভীর রাতে নদিয়ার সীমান্ত সংলগ্ন মুরুটিয়া থানা এলাকার ঘটনা। বিএসএফ সূত্রে খবর, ১১ নম্বর ব্যাটালিয়নের ‘ডি’ কোম্পানির কমান্ডার ইনস্পেক্টর পুনিত কুমার গোপন সূত্রে খবর পেয়ে বাহিনীকে সতর্ক করেন।

মঙ্গলবার ভোরে ৩ জন বাংলাদেশিকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে দেখেন বিএসএফ জওয়ানরা। এরপর জওয়ানেরা তাঁদের ধাওয়া করে আটক করেন। পরে গ্রেপ্তার করা হয় ৩ জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁরা সকলেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। বিএসএফ জানিয়েছে, ধৃতদের নাম সহজুল ইসলাম, ইলিয়াস হোসেন এবং বিজয় হোসেন। সীমান্ত পেরিয়ে বিএসএফের তাড়া খেয়ে একটি কলাবাগানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা।