বোতলে রাখা ছিল কীটনাশক। মদ ভেবে সেই কীটনাশক খেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারদ্রোণ গ্রামে। মৃত দুই ব্যক্তি সম্পর্কে বেয়াই ছিলেন। তাঁদের নাম ঠাকুরদাস কামার এবং সাধন মিস্ত্রি।
জানা গিয়েছে, রাতের বেলা পোলট্রি ফার্মে ঠাকুরদাস এবং সাধনকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান স্থানীয় কিছু ব্যক্তি। তাঁরা দ্রুত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁদের জানান, অনেক আগেই দুজনের মৃত্যু হয়েছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁদের প্রাথমিক অনুমান, পোলট্রি ফার্মে মদের বোতলে কীটনাশক রাখা ছিল। ওই দুই ব্যক্তি মদ ভেবে ভুল করে কীটনাশক খেয়ে নেন। এর ফলে শরীরে বিষক্রিয়ার কারণে তাঁদের মৃত্যু হয়। ডায়মন্ড হারবার থানার পুলিশ জানিয়েছে, তাঁরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ফার্ম থেকে বেশ কিছু জিনিস তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।