মাঠ দখলকে কেন্দ্র করে গণ্ডগোল, মারধরের অভিযোগে ধৃত ২

মাঠের দখল নিয়ে গণ্ডগোলের ঘটনায় মারধরের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার রাতে গণ্ডগোলের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গড়াগাছা এলাকায়। অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে, স্থানীয় এক যুবককে ভয় দেখিয়ে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে।

আক্রান্ত যুবকের নাম সঞ্জয় নস্কর। তাঁর অভিযোগ, শনিবার রাতে ক্লাবে নিয়ে গিয়ে তাঁর মুখে পিস্তল ঢুকিয়ে ভয় দেখান কয়েকজন দুষ্কৃতী। তারপর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয়। সেই অভিযোগের প্রেক্ষিতে রবিবার এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম বাপ্পা গুছাইত এবং রাজু পাইক। তাঁদের বিরুদ্ধে এলাকার মাঠ দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। দখলদারির প্রতিবাদ করায় গণ্ডগোল ও সঞ্জয়কে মারধর করা হয়। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, এলাকার একটি ক্লাবের সামনে মাঠ দখল করার চেষ্টা করছিলেন কয়েকজন। সেই উপলক্ষ্যে শনিবার রাতে শুরু হয়েছিল মাপজোক। ক্লাবের তরফে এই কাজের প্রতিবাদ জানানো হয়। এরপরই শুরু হয় গণ্ডগোল। এরপরই বিভিন্ন টুর্নামেন্টে জেতা ট্রফি-সহ ক্লাবের আসবাবপত্র ভাঙচুর শুরু করে ও দুষ্কৃতীরা। পাশাপাশি সঞ্জয়কে ক্লাবঘরে ঢুকিয়ে মারধর করা হয়। অভিযুক্তরা ক্লাবের সদস্য কি না তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পাঁচপোতা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ওয়ান শটার এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।