ফের মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালায় এবং সাফল্য অর্জন করে। জানা গিয়েছে, একটি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টা চলছিল।
এই ঘটনায় পুলিশের কপালে ভাঁজ পড়েছে। অভিযানের সময় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সামশেরগঞ্জ থানা এলাকায় নাকা চেকিং শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ, ওসি শিবপ্রসাদ ঘোষ-সহ অন্যান্য পুলিশকর্মীরা।
তল্লাশির সময় চকসাপুর মোড়ের কাছে একটি অ্যাম্বুল্যান্স আটক করা হয়। গাড়িটি পরীক্ষা করতেই পাঁচটি বস্তা ভর্তি গাঁজা উদ্ধার হয়, যার মোট ওজন ১৪০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৪ লক্ষ টাকা। ধৃতদের মধ্যে একজন, আদিত্য দাস, শিলিগুড়ির বাসিন্দা এবং অপরজন, অনুপ সূত্রধর, আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জ থেকে নদিয়ার রানাঘাটে গাঁজা পাচার করা হচ্ছিল। পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুল্যান্স ব্যবহারের কৌশল নেওয়া হলেও শেষপর্যন্ত তা ব্যর্থ হয়। দীর্ঘ সময় পর অ্যাম্বুল্যান্সে মাদক পাচারের ঘটনা সামনে এল, যা তদন্তকারীদের নতুন দিক নিয়ে ভাবাচ্ছে।
ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, এর আগে শনিবার চকসাপুর ১২ নম্বর জাতীয় সড়ক থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছিল। পাশাপাশি, গত সপ্তাহে ফরাক্কা রেল স্টেশন থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার জালনোটও উদ্ধার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় আরও কড়া নজরদারি ও অভিযান চালানো হবে।