ফের বাংলাদেশিদের গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। ধৃত ১০ জনের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। দালাল মারফত অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ। নদিয়ার ধানতলা থানার অন্তর্গত বহিরগাছির কুলগাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশিদের।
পুলিশ সূত্রে খবর, ধৃত ১০ বাংলাদেশি দালাল মারফত এক বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। বাংলাদেশিরা ভারতের গুজরাটে বসবাস করতেন। রবিবার এই ১০ জন বাংলাদেশি নদিয়ার ধানতলা থানার সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের নাম, ফারজানা মোল্লা, নাজিম মোল্লা, আদ্রি মোল্লা, রিক্তা মোল্লা, সাথী মোল্লা, রাবিয়া মোল্লা, শামিম মোল্লা, মুরাদ মোল্লা, ইকবাল মোল্লা ও আজিম মোল্লা। ধৃতদের সোমবার রানাঘাট আদালতে পাঠানো হয়েছে।