খড়গপুর স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের পুরনো ওভারব্রিজের সামনে থেকে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জিআরপি। তাঁর কাছ থেকে প্রায় ১৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় আর কে কে জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজেশ রায় (৪৮)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদের চিরখুন্ডা থানা এলাকায়। এদিন খড়্গপুর স্টেশনের ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের পুরনো ওভারব্রিজের সামনে তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এই দৃশ্য দেখে তাঁর কাছে এগিয়ে যান জিআরপি–র কর্মীরা। প্রথমে তাঁর কাছ থেকে নাম পরিচয় জানতে চাওয়া হয়। সন্দেহ হওয়ায় রাজেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তাঁর কাছে মোট ৩টি ব্যাগ ছিল। ব্যাগগুলির মধ্যে পাওয়া যায় ৯টি পলিব্যাগ। সেগুলি থেকে ১৭.৫৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় রাজেশ স্বীকার করে নেন, বালেশ্বর থেকে এই গাঁজা নিয়ে আসছিলেন তিনি। এগুলি পুরুলিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।