বন্ধুকে পুকুরে ডুবিয়ে খুন, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

বন্ধুদের মধ্যে বিবাদের জেরে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। মদের আসরেই বচসার সূত্রপাত। তারপরই শুরু হাতাহাতি। এরপরই রাগের বশে পুকুরে ডুবিয়ে বছর পঁচিশের এক যুবককে খুন করেছে দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সুব্রত দাস। পেশায় তিনি একজন অটোচালক। তাঁর বাড়ি বাদুড়িয়া থানার চণ্ডীপুর বাজার এলাকায়। মঙ্গলবার সন্ধ্যের পর বাজার চত্বরেই দুই বন্ধুর সঙ্গে মদের আসরে বসেছিলেন সুব্রত। তাঁদের নাম উত্তম এবং বিন্দু। আসর কিছুটা জমতে না জমতেই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর এরপরই দুই বন্ধু মিলে সুব্রতকে মারধর করে পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন চিন্তা শুরু করে। আশেপাশে খোঁজ নিয়েও কোনও খবর না মিললে অবশেষে বাদুড়িয়া থানায় তাঁরা অভিযোগ জানায়।

পুলিশ চন্ডীবাজার এলাকায় তল্লাশি শুরু করে। সেখানকার একটি পুকুর থেকেই সুব্রত দাসের দেহ উদ্ধার হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের বাবার লিখিত অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ উত্তম এবং বিন্দুর তল্লাশি শুরু করে। বুধবার উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে এবং বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।