স্বর্ণালী সন্ধ্যায় সংবর্ধিত ক্রীড়া ও বিনোদন জগৎ

নিজস্ব চিত্র

শনিবারের সন্ধ্যাটা ছিল একেবারেই অন্যরকম। নাচ, গান, কবিতার পাশাপাশি গুণীজন সম্বর্ধনা, সবমিলিয়ে দক্ষিণ কলকাতার যোগেশ মাইম হলে অনুষ্ঠিত KRK প্রোডাকশনের স্বর্ণালী সন্ধ্যা সত্যিই অভিনব হয়ে ধরা দিল। মহিলা পরিচালিত বাংলা গানের দল ভৈরবীর উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। পরে গ্রাম বাংলার মেয়েদের গান পরিবেশন করেন চন্দ্রা মুখোপাধ্যায়। এরই মাঝে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

আয়োজক KRK প্রোডাকশনের তরফ থেকে প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় ও নাট্য অভিনেতা মেঘনাদ ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয় জীবনকৃতি সম্মান। একইসঙ্গে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষদের উত্তরীয়, মেমেন্টো ও চারাগাছ দিয়ে সম্মানও জানানো হয়। বিধায়ক দেবাশিস কুমার, পৌর পিতা বিশ্বরূপ দে, সাংস্কৃতিক সংগঠক রবিন দাস, গুডেস হসপিটালের এমডি সোমা চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষরা এদিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন।