‘দীনেশচন্দ্র সেন’ আলোচনা সভা

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত-এর পক্ষ থেকে ‘দীনেশচন্দ্র সেন’ আলোচনা সভা ও সম্মাননা অর্পণ অনুষ্ঠান। গবেষণামূলক পুস্তক সম্মাননা পান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে ও বিশিষ্ট গবেষক-লেখক সোমনাথ মুখোপাধ্যায়। বিশেষ সম্মাননায় ভূষিত হন, দুর্গাপুরের বিশিষ্ট শিক্ষক সুকুমার রুইদাস, সমাজ সেবক ড. দীপঙ্কর দাস ও সমাজসেবিকা প্রিয়দর্শিনী দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিমল কুমার থান্দার ও প্রধান অতিথি ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার পাল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন।