কবি মীনাক্ষী গোস্বামীর কাব্যগ্রন্থ প্রকাশ

নিজস্ব চিত্র

গত ৯ নভেম্বর, রবিবার অসম সাহিত্য সভা, কলকাতা শাখার উদ্যোগে বিশিষ্ট কবি মীনাক্ষী গোস্বামী রচিত ‘লাস ইকোজ’ শীর্ষক ইংরেজি কবিতা-সংকলনের প্রকাশ উপলক্ষে অসম ভবনে একটি সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক নবমালতী নেওগ চক্রবর্তী, এএসএল ক্লাবের সভাপতি হেমেন্দ্র ভট্টাচার্য এবং অসম সাহিত্য সভা, কলকাতা শাখার সভাপতি জীবন রায়।

কবিতা–সংকলনটি প্রকাশ করে জীবন রায় লেখিকা মীনাক্ষী গোস্বামীকে একজন সুদক্ষ কবি বলে উল্লেখ করেন এবং তাঁর বিভিন্ন কবিতার অর্থবহ শিরোনামগুলির ভূয়সী প্রশংসা করেন। বিশিষ্ট সাহিত্যিক নবমালতী নেওগ চক্রবর্তীও কবি মীনাক্ষী গোস্বামীর কাব্য–প্রতিভার প্রশংসা করার পাশাপাশি উপস্থিত সকলকে সাহিত্য–রচনায় উৎসাহ দেন। কবি মীনাক্ষী গোস্বামীর রচিত এবং দিল্লির অথর্স প্রেস থেকে প্রকাশিত ‘দ্য সেনসুয়াস জেফার’ ও ‘ওয়ালজিং ওয়ার্ডস’— এই দুটি কাব্যগ্রন্থই সাহিত্য অকাডেমির ২০২৩ সালের প্রকাশনা-তালিকায় স্থান পেয়েছিল এবং জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য–মহলে সমাদৃত হয়েছিল।

উল্লেখ্য, কবি মীনাক্ষী গোস্বামী শিক্ষাক্ষেত্রে ৩৬টি গৌরবময় বছরের সেবার জন্য ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত জাতীয় শিক্ষক পুরস্কার, ২০১৮ সালে রাজ্য শিক্ষক পুরস্কার এবং ২০১৬ সালে অইল শিক্ষা রত্ন সম্মানে ভূষিত হন।


সভায় উপস্থিত কয়েকজন কবি তাঁর কবিতা পাঠ করেন। এছাড়া বই প্রকাশ অনুষ্ঠানে কলকাতার ‘স্পন্দন’ নাট্যদল “বাবা তুমি ঘুমিও না” শীর্ষক একটি শ্রুতিনাট্য পরিবেশন করে। কবি শিবানী বৰুৱাও তাঁর নিজস্ব রচিত একটি কবিতা আবৃত্তি করেন। উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অসম সাহিত্য সভা, কলকাতা শাখার কোষাধ্যক্ষ নীলাক্ষী কলিতা।