মায়াপুরের শ্রীনাথপুরে শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরের উদ্বোধন

নিজস্ব চিত্র

নদীয়া জেলার মায়াপুরের শ্রীনাথপুরে গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবনির্মিত শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরের উদ্বোধন হল মকর সংক্রান্তির পুণ্যলগ্নে। শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের নির্দেশনায় এই উপলক্ষে চারদিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তি ও উৎসবের আবহে মন্দির চত্বর পরিণত হয় এক মহামিলনক্ষেত্রে।গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ‘গৌর’ এবং তাঁর অন্তরঙ্গ সখা ও প্রধান পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুকে ‘নিতাই’ নামে অভিহিত করা হয়। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মায়াপুরের সন্নিকটে এই গৌর-নিতাই মন্দির প্রতিষ্ঠা গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভক্তরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আশপাশের এলাকা ছাড়াও রাজ্য ও রাজ্যের বাইরে থেকে অসংখ্য সাধু-সন্ত ও ভক্তের সমাগম ঘটে। প্রতিদিন পুজো, নামসংকীর্তন এবং দিনভর মহাপ্রসাদ বিতরণে অংশ নেন শত শত ভক্ত। সন্ধ্যায় বৃন্দাবনবাসীদের পরিবেশনায় ধর্মীয় নাটক দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ভক্তিমূলক গান, কীর্তন ও নাটকের মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাবধারাই ছিল মূল আকর্ষণ।মন্দিরের তিন সেবক রাধারমন দাস, রাশবিহারী দাস ও বিশ্বকসেনা দাস জানান, গৌর-নিতাই মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজ প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে ভগবানের বাণী প্রচার করে এসেছেন।

মানুষের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস পুনরুজ্জীবিত করতেই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের কাছে এই মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় পাঁচ একর জমির উপর দেড় বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় তলায় গুরুর প্রতিকৃতি সহ জগন্নাথ বলরাম সুভদ্রা গৌর-নিতাই নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ ও অন্যান্য বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে।আয়োজকদের মতে এই মন্দির আগামী দিনে এলাকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং মায়াপুরের তীর্থমানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল।