টালিগঞ্জের ম্যুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো ১৭তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান। ভক্তদের বিপুল উপস্থিতিতে টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহার চত্বর যেন রূপ নিল এক ধর্মীয় মিলনমেলায়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, কঠিন চীবর দান এক মহান পুণ্যের কাজ। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া বিশেষ ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে তুলো সংগ্রহ, বস্ত্র বোনা ও নির্দিষ্ট আচার মেনে সেই চীবর দান করা হয় ভিক্ষুদের উদ্দেশে। প্রতি বছরই এই অনুষ্ঠানকে ঘিরে থাকে বৌদ্ধ সম্প্রদায়ের গভীর শ্রদ্ধা ও আনন্দের আবহ।
এ বছরের দানোৎসবে দেশ-বিদেশ থেকে বহু বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু অংশ নেন। শ্রদ্ধাভরে ভক্তরা তাঁদের হাতে ত্রি চীবর দান করেন। সেই সঙ্গে সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্বর্ধনা ও স্মারক।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয় ‘শান্তি চীবর পরিক্রমা’ নামে এক পদযাত্রা, যার নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পরিচালক অরুণজ্যোতি ভিক্ষু। তিনি বলেন, ‘বর্তমান সময়ে গৌতম বুদ্ধের শান্তি, সহানুভূতি ও মানবতার বাণী আগের যেকোনও সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। সেই পথেই আমাদের চলতে হবে।’
দিনভর এই দানোৎসব ঘিরে টালিগঞ্জে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আলো। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্তের ভক্ত— সকলেই অংশ নেন এই শান্তির উৎসবে, যা শেষ হয় সম্মিলিত প্রার্থনা ও মঙ্গলাচরণে।