প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সম্পর্কে কৃষকদের জন্য এখনই যা জানা জরুরি

প্রতিনিধিত্বমূলক চিত্র

কেন্দ্রীয় সরকার দেশের লাখ লাখ কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি আর্থিক সহায়তা পান, যা তাঁদের দৈনন্দিন জীবনে বড় ধরনের সহায়ক হিসেবে কাজ করে।

বর্তমানে সারা দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় মোট ২০টি কিস্তি পেয়েছেন। কৃষকরা এখন অধীর আগ্রহে ২১তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। এই প্রকল্পে তিন কিস্তিতে বার্ষিক মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা করে।

প্রসঙ্গত, সীমান্তবর্তী রাজ্যগুলির অনেক কৃষকের জমির দলিল নেই। ফলে তাঁরা আগে এই প্রকল্পের সুবিধা পেতে পারতেন না। তবে এখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, এই ধরনের কৃষকরাও রাজ্য সরকারের প্রমাণ অনুযায়ী প্রধানমন্ত্রীর কিষাণ প্রকল্পের সুবিধা পেতে পারবেন। এর ফলে পঞ্জাব, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের কৃষকরা শীঘ্রই কিস্তি পেতে পারেন।


কেন্দ্রীয় সরকারের আশা, বন্যা বা অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যের কৃষকরা প্রথমে কিস্তি পাবেন। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বন্যাকবলিত এলাকার পরিদর্শনের পর এই অগ্রিম কিস্তি প্রদানের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা গ্রহণের জন্য কৃষকদের ই-কেওয়াইসি সম্পন্ন করা অপরিহার্য। এটি না করলে কিস্তির টাকা পেতে দেরি হতে পারে। অনলাইনে ওটিপি ব্যবহার করে বা নিকটতম সিএসসি কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক কেওয়াইসি করা যায়।

ই-কেওয়াইসি সম্পন্ন করার প্রক্রিয়া সহজ—
১- pmkisan.gov.in-এ প্রবেশ করে e-KYC অপশনে ক্লিক করতে হবে।
২- আধার নম্বর এবং রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে।
৩- ওটিপি যাচাই করে জমা দিতে হবে।
যদি কিস্তি সময়মতো না আসে, কৃষকরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

কৃষক নেতারা মনে করিয়ে দিচ্ছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দেশের কৃষকদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং কৃষকদের জীবনের মান উন্নয়নে একটি বড় পদক্ষেপ।