একটানা বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় বিঘার পর বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে সবজি বাজারেও। সাধারণ মানুষের অভিযোগ, বাজারে সবজির দাম একেবারে আকাশছোঁয়া। বৃষ্টির জন্য চাষে ক্ষতি হয়েছে কিন্তু সবজির দাম তার তুলনায় অনেকটা বেড়েছে। টাস্ক ফোর্স এই ক্ষেত্রে প্রাথমিকভাবে উদাসীন থাকলেও পরবর্তীতে একাধিক চাপের মুখে পড়ে মাঠে নেমেছে।
বাঁকুড়া রাজ্যের সবজি উৎপাদনের ক্ষেত্রে তালিকার অনেক উপরে রয়েছে। এখান থেকে পার্শ্ববর্তী অন্য জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বাজারগুলিতে সবজি যায়। বর্ষার মরশুমে সবজির দাম সামান্য বাড়ে। অভিযোগ, খুচরো বাজারে সবজির দাম এতটা বেড়েছে যে মধ্যবিত্তদের পকেটে টান পড়েছে। কোনও কোনও জায়গায় প্রায় পাঁচগুণ পর্যন্ত বেড়েছে সবজির দাম। এরকম ধরনের কালোবাজারির জন্য টাস্ক ফোর্স থাকে। কিন্তু এক্ষেত্রে টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের বারংবার অভিযোগের পরও তাঁরা কিভাবে এতটা উদাসীন? যদিও পরবর্তীতে নড়ে বসে টাস্ক ফোর্সের আধিকারিকরা।
জানা গিয়েছে, বাঁকুড়ার লালবাজার সানঘাট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। খুচরো সবজি বিক্রেতাদের সঙ্গে সবজির অগ্নিমূল্য নিয়ে কথা বলেন। এদিন তাঁরা টাস্ক ফোর্সকে জানিয়েছেন, চাষির কাছ থেকে পাইকারি বাজার হয়ে যখন সবজি খুচরো বাজারে আসছে তখন তার দাম অনেক বেড়ে যাচ্ছে। খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, বৃষ্টিতে চাষের জমি ডুবে যা