প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুল দাম, ভারতে পরিষেবার আসল খরচ নিয়ে ব্যাখ্যা দিল স্টারলিঙ্ক

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বব্যাপী দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট ইলন মাস্কের স্টারলিঙ্ক এবার আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে। সোমবার সংস্থার ওয়েবসাইটে এর রূপরেখা ঘোষণা করা হয়। দেখা যায়, ভারতে স্টারলিঙ্কের প্রাথমিক প্ল্যানের অর্থমূল্য ৮ হাজার ৬০০ টাকা থেকে শুরু। এর সঙ্গে আলাদাভাবে কিনতে হবে হার্ডওয়্যার কিট, যার দাম প্রায় ৩৪ হাজার টাকা। অর্থাত, শুরুতেই এর পিছনে ব্যয় হবে প্রচুর। শুরু হয়ে যায় জল্পনা। তবে এই পরিষেবা মূল্য যে আসল নয়, তা মঙ্গলবার স্পষ্ট করেছে সংস্থা।

মঙ্গলবার স্টারলিঙ্ক জানিয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত অর্থ ব্যয়ের হিসেব পরিষেবার আসল ব্যয় নয়। সংস্থার ভারতীয় ওয়েবসাইটে প্রযুক্তিগত ত্রুটির কারণেই কোনওভাবে এই বিপত্তি বাঁধে। মঙ্গলবার স্টারলিঙ্কের বিজনেস অপারেশন্‌স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেছেন, স্টারলিঙ্কের ভারতীয় ওয়েবসাইটটি এখনও চালু হয়নি। সোমবার ওয়েবসাইটে যে দাম দেখানো হয়েছে, তা আসলে খসড়া। সেই ত্রুটি এখন শুধরে নেওয়া হয়েছে। লরেন সমাজমাধ্যমে লেখেন, ‘স্টারলিঙ্ক এখনও ভারতে আসেনি। গ্রাহকদের অর্ডারও নিচ্ছে না সংস্থা। স্টারলিঙ্ক ইন্ডিয়া-র ওয়েবসাইটটিও এখনও চালু হয়নি। ফলে ভারতে স্টারলিঙ্ক পরিষেবার খরচ কত হবে, তা এখনই বলা সম্ভব নয়।’
প্রসঙ্গত, সোমবার কিছুক্ষণের জন্য স্টারলিঙ্কের ওয়েবসাইট চালু হয়ে যায়। সেখানে লেখা ছিল, ব্যক্তিগত ব্যবহারের জন্য পরিষেবা নিতে গেলে মাসে ৮ হাজার ৬০০ টাকা খরচ পড়বে। তার আগে যন্ত্রাংশ কিট কিনতে লাগবে ৩৪ হাজার টাকা।

কিটে থাকবে স্টারলিঙ্ক কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একটি ডিশ, বাড়িতে ওয়াই-ফাই সম্প্রচারের জন্য একটি রাউটার, কেবল এবং অন্যান্য যন্ত্রাংশ। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করে, দেশে কত জন এই বিপুল খরচ করতে পারবেন? এদিকে ভারতের গ্রামীণ, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পরিষেবা দেওয়ার কথা বললেও মাস্কের স্টারলিঙ্ক যে আসলে আমজনতার আয়ত্তের বাইরে, এমন সমালোচনাও শুরু হয়ে যায়। এবার সব জল্পনার অবসান ঘটাল সংস্থাটি।