সাইবার ক্রাইম প্রতিরোধে বড় ভূমিকা নিচ্ছে সঞ্চার সাথী

প্রতীকী চিত্র

দেশজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে সঞ্চার সাথী অ্যাপ। চলতি বছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৫০ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন। এর মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ২২ লক্ষ ৭৬ হাজার মোবাইল/ডিভাইস উদ্ধার করা হয়েছে। সঞ্চার সাথী ড্যাসবোর্ডের মাধ্যমে ৩৭.২৮ লক্ষ মোবাইল সেট ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে একটি সরকারি বিবৃতিতে।

সাইবার ক্রাইমের সঙ্গে লড়াই করার জন্যই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সঞ্চার সাথী অ্যাপ চালু করেছে। সঞ্চার সাথী পোর্টালের সঙ্গে সাযুজ্য রেখেই নতুন অ্যাপটি আনা হয়েছে, যার মাধ্যমে মোবাইল চুরি ছাড়াও ব্যাঙ্কিং ফ্রড এবং অন্যান্য সাইবার ক্রাইমে সহায়তা মিলছে। ইতিমধ্যেই দেশজুড়ে সাইবার ক্রাইম মোকাবিলা করার জন্য ৩ কোটির বেশি মোবাইল কানেকশন বিচ্ছিন্ন, ৩.১৯ লক্ষ মোবাইল ব্লক, ১৬.৯৭ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় এবং ২০০০০ বাল্ক এসএমএস সেন্ডারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

সঞ্চার সাথী যে শুধু মাত্র সাইবার ক্রাইমের সঙ্গে লড়াই করার জন্য তৈরি করা হয়েছে তা নয়, দেশের মানুষকে ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহারে উৎসাহী করে তোলার জন্য এই অ্যাপটিকে কাজে লাগানো হচ্ছে। ইন্ডিয়ান টেলিকম ইকোসিস্টেম বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, সাবস্ক্রাইবারের সংখ্যা এক বিলিয়নেরও বেশি।


ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমের মতে, ২০২৩-এ ভারতে সাইবার ক্রাইমের সংখ্যা ছিল ১৫ লক্ষ ৯২ হাজার ৯১৭। এটাই ২০২৪ সালে বেড়ে হয়েছে ২০ লক্ষ ৪১ হাজার ৩৬০। ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম এবং সম্পর্কিত সাইবার ক্রাইমের ১ লক্ষ ২৩ হাজার ৬৭২টি কেস ঘটেছে। আর ২০২৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত সেই সংখ্যাটা ১৭ হাজার ৭১৮। সঞ্চার সাথী অ্যাপটি হিন্দি সহ মোট ২১টি আঞ্চলিক ভাষায় উপলব্ধ।