রেকর্ড লাভ রামদেবের পতঞ্জলির, তেল থেকে বেশি আয়

নিজস্ব চিত্র

চলতি আর্থিক বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর ত্রৈমাসিকে রেকর্ড লাভ করল বাবা রামদেবের এফএমসিজি কোম্পানি পতঞ্জলি ফুডস। এই পর্বে পতঞ্জলি ফুডসের নিট লাভ ৭১.২৯ শতাংশ বেড়ে ৩৭০.৯৩ কোটি টাকায় পৌঁছেছে। সোমবার কোম্পানিটি শেয়ার বাজারকে এই তথ্য দিয়েছে। আগের আর্থিক বছরের একই ত্রৈমাসিকে কোম্পানির নিট লাভ ছিল ২১৬.৫৪ কোটি টাকা।

২০২৪-২০২৪ আর্থিক বছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির মোট আয় বেড়ে ৯,১০৩.১৩ কোটি টাকা হয়েছে, যা আগের আর্থিক বছরের একই ত্রৈমাসিকে ৭,৯১০.৭০ কোটি টাকা ছিল। এই সময়কালে কোম্পানির ব্যয় বেড়ে ৮,৬৫২.৫৩ কোটি টাকা হয়েছে, যা আগের আর্থিক বছরের একই সময়ে ৭,৬৫১.৫১ কোটি টাকা ছিল।

পতঞ্জলি ফুড লিমিটেডের মতে, তাদের আয়ের সবচেয়ে বড় উৎস হল ভোজ্য তেল। তেলের সৌজন্যেই বাড়তি আয় সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে, ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির মোট আয়ের মধ্যে, ৬,৭১৭ কোটি টাকা এসেছে শুধুমাত্র ভোজ্য তেল থেকে। গত বছরের একই ত্রৈমাসিকে এই সংখ্যাটি ছিল ৫,৪৮৩ কোটি টাকা, এবার এই আয় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


পতঞ্জলি ফুডস গত কয়েক মাসে বিপণন কৌশল পরিবর্তন করেছে। গ্রাহকদের মধ্যে আস্থা বজায় রাখার জন্য সংস্থাটি বিপণনে প্রচুর অর্থ ব্যয় করেছে। বাবা রামদেবের কোম্পানি ডিসেম্বর ত্রৈমাসিকে বিজ্ঞাপন এবং বিক্রয় সংক্রান্ত প্রচারের জন্য মোট ব্যয়ের ২.৫ শতাংশ খরচ করেছে, গত ১০টি প্রান্তিকের নিরিখে যা সর্বোচ্চ। বর্তমানে পতঞ্জলির প্রচারের কাজ করছেন শিল্পা শেঠি, শাহিদ কাপুর, মহেন্দ্র সিং ধোনি এবং ভোজপুরি অভিনেতা খেসারি লাল।

পতঞ্জলি ফুডস নিজেরাই মুনাফা অর্জন করেনি, অতীতে বিনিয়োগকারীদেরও রেকর্ড মুনাফাও দিয়েছে। এক বছরের রিটার্নের কথা বলতে গেলে, পতঞ্জলি ফুডস বিনিয়োগকারীদের ১৯ শতাংশ রিটার্ন দিয়েছে। আর ৫ বছরে কোম্পানিটি ৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে। কোম্পানির শেয়ার বর্তমান দাম ১,৮১৩ টাকার আশপাশে রয়েছে।