লিজ্জত পাপড়ের পরিচালন সমিতির বৈঠক হয়ে গেল গত ১৫ অক্টোবর। সেই বৈঠকেই নির্ধারিত হয়েছে সংস্থার ২০২৫-২৬ অর্থবর্ষের নতুন পদাধিকারীদের নাম। দেশের অন্যতম সফল নারী-স্বনির্ভর সংস্থা লিজ্জত পাপড়ের নতুন নেতৃত্বের দায়িত্বভার এবার সামলাবেন এই ছয় জন সদস্যা।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রীমতি স্বাতি আর. পরাডকর। দুইজন যৌথ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমতি লক্ষ্মী সি. সুবর্ণা এবং শ্রীমতি প্রিয়াঙ্কা জি. রেডকর। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন শ্রীমতি বসুধা আর. সারং। সদস্যা হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীমতি সাক্ষী এস. পালভ এবং শ্রীমতি সুহাসিনী এস. মানে।
প্রসঙ্গত, নারীদের স্বনির্ভরতার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে লিজ্জত পাপড়। ছোট উদ্যোগ থেকে শুরু করে আজ আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা করে নিয়েছে সংস্থাটি। নতুন পদাধিকারীরা জানিয়েছেন, আসন্ন অর্থবর্ষে লিজ্জত পাপড়ের উৎপাদন, বিপণন এবং নারী কর্মীদের কল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে আরও বেশি সংখ্যক নারীকে স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।