ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ডলারের পথে, জলবায়ু নিয়ন্ত্রণেও অবিচল

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের অর্থনীতি এবার নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরনের বক্তব্য অনুযায়ী, চলতি অর্থবর্ষেই ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তাঁর মতে, চলতি বছরের মার্চ মাসে দেশের জিডিপি ছিল প্রায় ৩.৯ ট্রিলিয়ন ডলার। আর্থিক বৃদ্ধির ধারাবাহিকতায় এই বছরেই সেই সংখ্যা আরও বাড়বে, ছুঁয়ে যাবে ৪ ট্রিলিয়নের সীমা।

নাগেশ্বরন ‘আইভিসিএ গ্রিন রিটার্নস সামিট ২০২৫’-এ বলেন, ভারতের অর্থনৈতিক উন্নয়ন যেমন দ্রুত এগোচ্ছে, তেমনই পরিবেশ রক্ষা ও শক্তি রূপান্তরের মতো বিষয়গুলিকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁর কথায়, দেশের নিকট ও মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মজবুত অর্থনীতির ভিত গড়ে তোলা— দুইয়েরই সঠিক সমন্বয় জরুরি।

সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে দেশের কৃষি ক্ষেত্র ও উপকূলবর্তী অঞ্চলে। সেই কারণেই ভারত ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমনমুক্ত দেশের যোগ্যতা অর্জনের প্রতিশ্রুতিতে অবিচল। নাগেশ্বরনের মতে, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখা শুধু দেশের উন্নয়নেই নয়, বিশ্বমঞ্চে ভারতের অবস্থান সুদৃঢ় করতেও অপরিহার্য।


এদিকে ভারতের বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মহলেও আশাবাদী সুর শোনা যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে উপভোক্তা ব্যয় বৃদ্ধি, করছাড় ও সহজ নীতির ফলে বাজারে নতুন উদ্যম তৈরি হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই ভারতের বাস্তব জিডিপি বৃদ্ধি পেয়েছে ৭.৮%, যা গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ।

অর্থনীতিবিদদের মতে, ৪ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা স্পর্শ করা শুধু সংখ্যাগত সাফল্য নয়, বরং বিশ্ব অর্থনীতিতে ভারতের প্রভাব বৃদ্ধির প্রতীক। এর মাধ্যমে ‘উন্নত ভারত’ গঠনের দীর্ঘমেয়াদি স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে দেশ।